পাতা:শেষ প্রশ্ন.djvu/৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষ প্রশ্ন S8 লজ্জা করে । কিন্তু ওর মা বেঁচে নেই,—তিনি থাকৃলে আমাকে এ কথা বলতে হোতোনা । অজিত চুপ করিয়া রহিল। আগুবাবু বলিলেন, ওর পরে তুমি কেন রাগ করে আছে। এ তিনিইতোমার কাছ থেকে বার কোরে নিতেন,— কিন্তু তিনি ভো নেই,—আমাকে কি তা’ বলা যায়না ? তাহার কণ্ঠস্বর এমুনি সকরুণ যে ক্লেশ বোধ হয়। তথাপি অজিত নিৰ্ব্বাক হইয়া রহিল । আণ্ডবাবু জিজ্ঞাসা করিলেন, ওর সঙ্গে কি তোমার কোন কথাবার্তা হয়নি ? অজিত কহিল, হয়েছিল । আশুবাবু ব্যগ্র হইয়া উঠিলেন, হয়েছিল ? কখন হল ? মণি হঠাৎ যে কাল ঘুমিয়ে পড়েছিল এ কি তোমাকে সে বলেছিল ? অজিঙ কিছুক্ষণ স্থির থাকিয়া বোধ হয় কি জবাব দিবে ইহাই ভাবিয়া লইল, তারপরে ধীরে ধীরে কহিল, অতপ্রাত্রি পর্য্যন্ত নিরর্থক জেগে থাকা সহজও নয়, উচিতও নয়। ঘুমুলে অন্যায় হোতোনা, কিন্তু তিনি ঘুমোননি। আপনি গুতে যাবার খানেক পরেই তার সঙ্গে দেখা হয়েছিল । তারপরে। তারপরে আর কোন কথা আপনাকে বোলবনা । এই বলিয়া সে চলিয় গেল। দ্বারের বাহির হইতে বলিয়া গেল, হয়ত কাল পগুর্ণ আমি এন্ধানু থেকে যেতে পারিلم আগুবাবু কিছুই বুঝিলেন না, শুধু বুঝিলেন কি একটা ভয়ানক দুর্ঘটনা ঘটিয়া,গেছে । অজিতকে লইয়া টাঙ্গা বাহির হইয়া গেল সে তিনি শুনিতে