পাতা:শেষ সপ্তক-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

আটাশ

তুমি প্রভাতের শুকতারা
আপন পরিচয় পালটিয়ে দিয়ে
কখনাে বা তুমি দেখা দাও
গােধূলির দেহলিতে,
এই কথা বলে জ্যোতিষী।
সূর্যাস্তবেলায় মিলনের দিগন্তে
রক্ত অবগুণ্ঠনের নীচে
শুভদৃষ্টির প্রদীপ তােমার জ্বাল
সাহানার সুরে।
সকালবেলায় বিরহের আকাশে
শূন্য বাসরঘরের খােলা দ্বারে
ভৈরবীর তানে লাগাও
বৈরাগ্যের মূৰ্ছনা।
সুপ্তিসমুদ্রের এ পারে ও পারে
চিরজীবন
সুখদুঃখের আলােয় অন্ধকারে
মনের মধ্যে দিয়েছ
আলােকবিন্দুর স্বাক্ষর
যখন নিভৃত পুলকে রােমাঞ্চ লেগেছে মনে
গোপনে রেখেছ তার 'পরে

৯৯