পাতা:শেষ সপ্তক-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
শেষ সপ্তক

আমার মনে লাগল ব্যথা;
বললেম, 'কী ভাবছ তুমি?'

ফুলের পাপড়ি ছিঁড়তে ছিঁড়তে সে বললে,
‘কেমন করে জানবে তাকে পেলে কি না,
তােমার সেই অসংখ্যের মধ্যে
একটিমাত্রকে?'

আমি বললেম,
‘আমি যে খুঁজে বেড়াই
সে তাে আমার ছিন্ন জীবনের
সব চেয়ে গােপন কথা;
ও কথা হঠাৎ আপনি ধরা পড়ে
যার আপন বেদনায়,
আমি জানি
আমার গােপন মিল আছে তারই ভিতর।'

কোনাে কথা সে বলল না।
কচি শ্যামল তার রঙটি;
গলায় সরু সােনার হারগাছি,
শরতের মেঘে লেগেছে
ক্ষীণ রােদের রেখা।

১০৭