পাতা:শেষ সপ্তক-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
শেষ সপ্তক

আমার সেদিনকার
সেই হার-মানা অন্ধকার
আজ আমাকে সর্বাঙ্গে ধরেছে ঘিরে,
যেমন ক'রে সে আমাকে ঘিরেছিল
দুয়াে-দেওয়া নীরব হাসিতে ভরা
বিজয়ী তার দুই বাহু দিয়ে
সেদিনকার সেই আলাে-নেবা নির্জনে।

হঠাৎ ঝরঝরিয়ে উঠল হাওয়া
গাছের ডালে ডালে,
জানলাটা উঠল শব্দ ক'রে,
দরজার কাছের পর্দাটা
উড়ে বেড়াতে লাগল অস্থির হয়ে।

আমি বলে উঠলেম,
‘ওগাে, আজ তােমার ঘরে তুমি এসেছ কি
মরণলােক থেকে
তােমার বাদামি রঙের শাড়িখানি প'রে?'
একটা নিশ্বাস লাগল আমার গায়ে;
শুনলেম অশ্রুত বাণী,
‘কার কাছে আসব?'
আমি বললেম, 'দেখতে কি পেলে না আমাকে?'

১১৩