পাতা:শেষ সপ্তক-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

সাঁইত্রিশ

বিশ্বলক্ষী,
তুমি একদিন বৈশাখে
বসেছিলে দারুণ তপস্যায়
রুদ্রের চরণতলে।
তােমার তনু হল উপবাসে শীর্ণ,
পিঙ্গল তােমার কেশপাশ।

দিনে দিনে দুঃখকে তুমি দগ্ধ করলে
দুঃখেরই দহনে,
শুস্ককে জালিয়ে ভস্ম করে দিলে
পূজার পুণ্যধূপে।
কালােকে আলাে করলে,
তেজ দিলে নিস্তেজকে,
ভােগের আবর্জনা লুপ্ত হল
ত্যাগের হােমাগ্নিতে।

১৩১