পাতা:শেষ সপ্তক-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
শেষ সপ্তক

দিন এগােতে থাকে,
তপ্ত হয়ে ওঠে বাতাস,
আকাশ আবিল হয়ে ওঠে ধুলােয়,
বৃদ্ধ সংসারের কর্কশ কোলাহল
আবর্তিত হতে থাকে
দূর হতে দূরে।

কখন দিন আসে আপন শেষপ্রান্তে,
থেমে যায় তাপ,
নেমে যায় ধুলাে,
শান্ত হয় কর্কশ কণ্ঠের পরিণামহীন বচসা,
আলোের যবনিকা সরে যায়
দিক্‌সীমার অন্তরালে।

অন্তহীন নক্ষত্রলােকে
ম্লানিহীন অন্ধকারে
জেগে ওঠে বাণী,
'এই আমি, প্রথমজাত অমৃত।'

শতাব্দীর পর শতাব্দী
আপনাকে ঘােষণা করে
মানুষের তপস্যায়।

১৩৯