পাতা:শেষ সপ্তক-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
শেষ সপ্তক

তরুণের উচ্ছূঙ্খল হাসিতে
উতরােল তাঁর কৌতুক,
তাদের উদ্দাম নৃত্যে
বাজান তিনি দ্রুত তালের মৃদঙ্গ।
তাঁর বজ্রমন্দ্রিত গাম্ভীর্য মেঘমেদুর অম্বরে,
অজস্র তাঁর পরিহাস
বিকশিত কাশবনে,
শরতের অকারণ হাস্যহিল্লোলে।
তাঁর কোনাে লােভ নেই
প্রধানদের কাছে মর্যাদা পাবার;
তাড়াতাড়ি কালাে পাথর চাপা দেন না
চাপল্যের ঝরনার মুখে।
তাঁর বেলাভূমিতে
ভঙ্গুর সৈকতের ছেলেমানুষি
প্রতিবাদ করে না সমুদ্রের।
আমাকে চান টেনে রাখতে তার বয়স্যদলে;
তাই আমার বার্ধক্যের শিরােপা
হঠাৎ নেন কেড়ে,
ফেলে দেন ধুলােয়-
তার উপর দিয়ে নেচে নেচে
চলে যায় বৈরাগী,
পাঁচ-রঙের-তালি-দেওয়া আলখাল্লা প'রে।

১৪৪