পাতা:শেষ সপ্তক-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
শেষ সপ্তক

তােমার জ্ঞানবিজ্ঞানের ভাণ্ডারটা
পূর্ণ আছে যথাস্থানেই।
সেটা বৈঠকখানাকে কোণ-ঠেসা করে রাখে নি
যেখানে আসন পাতো
গল্পের ভােজ
সেখানে ক্ষুধিতের পাতের থেকে ঠেকিয়ে রাখ
লাইব্রেরি-ল্যাবরেটরিকে।

একটিমাত্র কারণ-
মানুষের 'পরে আছে তােমার দরদ,
যে মানুষ চলতে চলতে হাঁপিয়ে ওঠে
সুখদুঃখের দুর্গম পথে,
বাঁধা পড়ে নানা বন্ধনে
ইচ্ছায় অনিচ্ছায়—
যে মানুষ বাঁচে,
যে মানুষ মরে
অদৃষ্টের গােলকধাঁদার পাকে।
সে মানুষ রাজাই হােক, ভিখিরিই হােক,
তার কথা শুনতে মানুষের অসীম আগ্রহ।

তার কথা যে লােক পারে বলতে সহজেই
সেই পারে,

১৪৯