পাতা:শেষ সপ্তক-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
শেষ সপ্তক

তােমার এক অর্ধেককে দিয়ে,
বাকি আধখানা কোথায়
তা কে জানে।'
সেই একটি আধখানা আমার মধ্যে আজ ঠেকেছে
আপন প্রান্তরেখায়;
দুই দিকে প্রসারিত দেখি দুই বিপুল নিঃশব্দ,
দুই বিরাট আধখানা-
তারই মাঝখানে দাঁড়িয়ে
শেষ কথা বলে যাব,
‘দুঃখ পেয়েছি অনেক,
কিন্তু ভালাে লেগেছে,
ভালাে বেসেছি।'

১৬৯