পাতা:শেষ সপ্তক-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
শেষ সপ্তক

জানি, এমন নাই কিছু যা পড়বে কারাে চোখে,
স্মরণ-বিস্মরণের দোলায় দুলবে বিশ্বলােকে।
নয় সে মানিক, নয় সে সােনা-
যায় না তারে যাচাই করা, যায় না তারে গােনা

এই দেখাে-না- শীতের রােদে দিনের স্বপ্নে বােনা
সেগুন-বনে সবুজ-মেশা সোনা,
শজনে গাছে লাগল ফুলের রেশ,
হিমঝুরির হৈমন্তী পালা হয়েছে নিঃশেষ।
বেগনি-ছায়ার-ছোঁওয়া-লাগা স্তব্ধ বটের শাখা
ঘাের রহস্যে ঢাকা।
ফলসা গাছের ঝরা পাতা গাছের তলা জুড়ে
হঠাৎ হাওয়ায় চমকে বেড়ায় উড়ে।
গােরুর গাড়ি মেঠো পথের তলে,
উড়তি ধুলােয় দিকের আঁচল ধূসর ক'রে চলে।
নীরবতার বুকের মধ্যখানে
দূর অজানার বিধুর বাঁশি ভৈরবী সুর আনে
কাজ-ভােলা এই দিন
নীল আকাশে পাখির মতাে নিঃসীমে হয় লীন।
এরই মধ্যে আছি আমি,
সব হতে এই দামি।

১৯৮