পাতা:শেষ সপ্তক-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
শেষ সপ্তক

কেননা আজ বুকের কাছে যায় যে জানা,
আরেকটি সেই দোসর আমি উড়িয়ে চলে বিরাট তাহার ডানা
জগতে জগতে
অন্তবিহীন ইতিহাসের পথে।

ওই-যে আমার কুয়ােতলার কাছে
সামান্য ওই আমের গাছে
কখনাে বা রৌদ্র খেলায় কভু শ্রাবণধারা,
সাৱা বরষ থাকে আপনহারা
সাধারণ এই অরণ্যানীর সবুজ আবরণে,
মাঘের শেষে যেন অকারণে
ক্ষণকালের গোপন মন্ত্রবলে
গভীর মাটির তলে
শিকড়ে তার শিহর লাগে-
শাখায় শাখায় হঠাৎ বাণী জাগে
‘আছি আছি এই-যে আমি আছি'।
পূষ্পোচ্ছ্বাসে ধায় সে বাণী স্বর্গলােকের কাছাকাছি
দিকে দিগন্তরে।
চন্দ্র সূর্য তারার আলাে তারে বরণ করে।

এমনি করেই মাঝে মাঝে সােনার কাঠি আনে
কভু প্রিয়ার মুখ চোখে কভু কবির গানে

১৯৯