পাতা:শেষ সপ্তক-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গ্রন্থপরিচয়


ভােয়ের ঘুমে ডাক শােনে ভার
গাঁয়ের মেয়েরা।
জলের ধ্বনি যায় পেরিয়ে
বেগনি রঙের বনের সীমানা
যেখানে ঐ বুনন পাড়ার হাটের মানুষ
ভৱাই গ্রামের রাস্তা ছেড়ে
ধীরে ধীরে উঠছে চড়াই পথে,
বলদের পিঠে বােঝাই
তনাে কাঠের আঁঠি;
রুকু ঘণ্টা গলায় বাঁধা।
প্রথম প্রহর গেল কেটে।
রাঙা ছিল সকালবেলায় নতুন মােদের রঙ,
উঠল সাদা হয়ে।
বক উড়ে যায় পেরিয়ে পাহাড়
জলার দিকে।
বেলা হল, ডাক পড়েছে ঘরে।
ওরা আমায় রাগ করে কয়,
দেরি করলি কেন?
চুপ করে সব নি।
ঘট ভরতে হয় না দেরি, সবাই জানে-
উপচে-পড়া জলের কথা
বুঝবে না তাে ওরা।

২১১