পাতা:শেষ সপ্তক-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষ সপ্তক গ্রন্থপ্রকাশকালে উৎকলিত সাময়িক পত্রের পাঠে রবীন্দ্রনাথ-কৃত যে-সকল পরিবর্তন ও সংযোজন, কবিতায় আরোপিত ছত্র-সংখ্যা অনুসারে সংকলন করা ৰাইতেছে। ছত্র ১~ ২ বলিতে পূর্বতন ছত্র ১ ও ২’এর অন্তর্বর্তী নূতন ছত্র। এরূপ সর্বত্র । Κι ১ : স্থির জেনেছিলেম, পেয়েছি তোমাকে । নূতন ছত্র, ১~~ ২ : তাই যাচাই করি নি। ৩ : দিনের পর দিন গেল, রাতের পর রাত, ' ৪ : দিলে ডালি উজাড় করে । ৫ : আড়চোখে চেয়ে o ৬ ; আনমনে নিলেম তা ভাণ্ডারে। নূতন ছত্র ৬~ ৭ : পরদিনে গেলেম ভুলে। ৯ ছত্র-শেষে কমা’র স্থলে পূর্ণচ্ছেদ ১০-১১ বর্জিত ১৪ বর্জিত ১৫ স্বচনায় উদ্‌ধুতি-চিহ্ন ১৬ ‘যে’ বর্জিত ; ছত্রশেষে কমার স্থলে সেমিকোলন ১৮ ‘কেননা বর্জিত ১৯ ; বলতে বলতে তোমার চোখ এলো ছলছলিয়ে । ২১ : দিনের পর দিন রাতের পর রাত আসে । নূতন ছত্র ২১~~ ২২ : তুমি আর আসোনা। - ২৩ ছত্র-শেষে পূর্ণচ্ছেদের স্থলে কমা ও ড্যাশ । ২৪ : নিয়েছি তুলে বুকে । ২৮-২৯ বর্জিত ৩e : তোমার প্রেমের দাম দেওয়া হোলো বেদনায়, ৩১ : হারিয়ে ভাই পেলেম তোমায় পূর্ণ করে। ૨8 ૭