পাতা:শেষ সপ্তক-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষ সপ্তক তথ্য হিসাবে এ স্থলে তাহ সংকলন করা গেল। সংযোজন অংশের কয়েকটি কবিতার রচনাকালও রবীন্দ্ৰ-পাণ্ডুলিপিতে পাওয়া যায়। কবিতা-সংখ্যা শিরোনাম প্রচার এক / ‘মূল্যশোধ'। রূপ-রেখা : ১৩৩৯, ১ম বর্ষ। পূ ১ নয় | ‘অসমাপ্ত’। প্রবাসী : বৈশাখ ১৩৪২ । পৃ ১ দশ | রচনা : শাস্তিনিকেতন । ৪।৪৩৫ বা ২১ চৈত্র ১৩৪১ ‘অতীতবাণী’। বিচিত্রা : বৈশাখ ১৩৪২ । পৃ ৪২১ ষোলো ১ ও ২ / রচনা : ৭৪৷১৯৩৫ বা ২৪ চৈত্র ১৩৪১ ভেত্রিশ / ‘শিখ’ । প্রবাসী : জ্যৈষ্ঠ ১৩৪২ । পৃ ১৫৩ সংযোজন বাতাবির চারা / রচনা : ১৪১৩৪ বা ৩ পৌষ ১৩৪* মর্মবাণী / রচনা : ১৩:১৩৪ ক ২৯ পৌষ ১৩৪০ ঘট ভরা। সংযোজন -ত পাঠ প্রবাসী পত্রে মুদ্রণকালে স্বচনায় বলা হয় : “শেষ সপ্তক” সাতাশ-সংখ্যক যে কবিতাটি ছন্দোহীন গদ্যে প্রকাশিত হয়েছে, প্রথমে সেটা মিলহীন পদ্যছন্দে লেখা হয়েছিল। আমি / রচনা : ১১।১৩৪ বা ২৭ পৌষ ১৩৪০ সংযোজন ও গ্রন্থপরিচয় -সংকলন : কানাই সমস্ত