পাতা:শেষ সপ্তক-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
শেষ সপ্তক

তার সকল তপস্যায় সে চেয়েছে
গােচরতাকে;
বলেছে, যেমন বলে গােধূলির অস্ফুট তারা-
বলেছে, যেমন বলে নিশান্তের অরুণ আভাস-
‘এসাে প্রকাশ, এসাে'।

কবে প্রকাশ হবে পূর্ণ,
আপনি প্রত্যক্ষ হব আপনার আলােতে-
বন্ধু যেমন সত্য করে জানে আপনাকে,
সত্য করে জানায়,
যখন প্রাণে জাগে তার প্রেম,
যখন দুঃখকে পারে সে গলার হার করতে,
যখন দৈস্যকে দেয় সে মহিমা,
যখন মৃত্যুতে ঘটে না তার অসমাপ্তি।

২৩