পাতা:শেষ সপ্তক-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
শেষ সপ্তক

সামনের আকাশে জ্বলবে একলা সন্ধ্যার তারা।
যে বাঁশি বাজিয়েছি
ভােরের আলােয়, নিশীথের অন্ধকারে,
তার শেষ সুরটি বেজে থামবে
রাতের শেষ প্রহরে।

তার পরে?
যে জীবনে আলাে নিবল,
সুর থামল,
সে যে এই আজকের সমস্ত কিছুর মতােই
ভরা সত্য ছিল,
 সে কথা একেবারেই ভুলবে জানি-
ভােলাই ভালো।
তবু তার আগে কোনাে-এক দিনের জন্য
কেউ-একজন
সেই শূন্যটার কাছে একটা ফুল রেখাে,
বসন্তের যে ফুল একদিন বেসেছি ভালাে।

আমার এতদিনকার যাওয়া-আসার পথে
শুকনাে পাতা ঝরেছে,
সেখানে মিলেছে আলােক ছায়া,
বৃষ্টিধারায় আম-কাঁঠালের ডালে ডালে

২৫