পাতা:শেষ সপ্তক-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

এগারো

ভােরের আলাে-আঁধারে
থেকে থেকে উঠছে কোকিলের ডাক,
যেন ক্ষণে ক্ষণে শব্দের আতশবাজি!
ছেঁড়া মেঘ ছড়িয়েছে আকাশে
একটু একটু সােনার লিখন নিয়ে।

হাটের দিন,
মাঠের মাঝখানকার পথে
চলেছে গােরুর গাড়ি।
কলসীতে নতুন আখের গুড়, চালের বস্তা;
গ্রামের মেয়ে কাঁখের ঝুড়িতে নিয়েছে
কচু শাক, কাঁচা আম, শজনের ডাঁটা।

ছ'টা বাজল ইস্কুলের ঘড়িতে।
ওই ঘণ্টার শব্দ আর সকালবেলাকার কাঁচা রােদদুরের রঙ
মিলে গেছে আমার মনে।
আমার ছােটো বাগানের পাঁচিলের গায়ে
বসেছি চৌকি টেনে
করবী গাছের তলায়।

৪২