পাতা:শেষ সপ্তক-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

ষোলাে

শ্রীযুক্ত সুধীন্দ্রনাথ দত্ত
কল্যাণীয়েষু


পড়েছি আজ রেখার মায়ায়।
কথা ধনী ঘরের মেয়ে,
অর্থ আনে সঙ্গে ক'রে,
মুখরার মন রাখতে চিন্তা করতে হয় বিস্তর।
রেখা অপ্রগলভা, অর্থহীনা,
তার সঙ্গে আমার যে বাবহার সবই নিরর্থক।
গাছের শাখায় ফুল ফোটানাে, ফল ধরানো,
সে কাজে আছে দায়িত্ব;
গাছের তলায় আলােছায়ার নাট-বসানাে
সে আর-এক কাণ্ড।
সেইখানেই শুকনাে পাতা ছড়িয়ে পড়ে,
প্রজাপতি উড়তে থাকে,
জোনাকি ঝিকমিক করে রাতের বেলা।
বনের আসরে এরা সব রেখাবাহন
হালকা চালের দল,
কারাে কাছে জবাবদিহি নেই।

৬০