পাতা:শেষ সপ্তক-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
শেষ সপ্তক


মনটা আছে আরামে।
আমার ছবি-আঁকা কলমের মুখে
খ্যাতির লাগাম পড়ে নি।
নামটা আমার খুশির উপরে
সর্দারি করতে আসে নি এখনাে,
ছবি-আঁকার বুক জুড়ে
আগেভাগে নিজের আসনটা বিছিয়ে বসে নি;
ঠেলা দিয়ে দিয়ে বলছে না
'নাম রক্ষা কোরাে'।
অথচ ওই নামটা নিজের মােটা শরীর নিয়ে
স্বয়ং কোনাে কাজই করে না।
সব কীর্তির মুখ্য ভাগটা আদায় করবার জন্যে
দেউড়িতে বসিয়ে রাখে পেয়াদা;
হাজার মনিবের পিণ্ড-পাকানাে
ফরমাশটাকে বেদী বানিয়ে স্তুপাকার করে রাখে
কাজের ঠিক সামনে।
এখনাে সেই নামটা অবজ্ঞা করেই রয়েছে অনুপস্থিত
আমার তুলি আছে মুক্ত
যেমন মুক্ত আজ ঋতুরাজের লেখনী।

৭ এপ্রিল ১৯৩৫
৬২