পাতা:শেষ সপ্তক-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
শেষ সপ্তক

সেই বােবা রূপের দল মিলতে থাকে
সৃষ্টির অন্দরমহলে,
সেখানে যত রূপের নটী আছে
ছন্দ মেলায় সকলের সঙ্গে
নূপুর-বাঁধা চাঞ্চল্যের
দোলযাত্রায়।

‘আমি যে.জানি’
এ কথা যে মানুষ জানায়,
বাক্যে হোক, সুরে হােক, রেখায় হােক,
সে পণ্ডিত।
‘আমি যে রস পাই, ব্যথা পাই,
রূপ দেখি’
এ কথা যার প্রাণ বলে
গান তারই জন্যে,
শাস্ত্রে সে আনাড়ি হলেও
তার নাড়িতে বাজে সুর।

যদি সুযােগ পাও
কথাটা নারদমুনিকে শুধিয়াে-
ঝগড়া বাধাবার জন্য নয়,
তত্ত্বের পার পাবার জন্যে সংজ্ঞার অতীতে

৬৫