পাতা:শেষ সপ্তক-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

আঠারাে

শ্রীযুক্ত চারুচন্দ্র ভট্টাচার্য
সুহৃদবরেষু

আমরা কি সত্যই চাই শোকের অবসান?
আমাদের গর্ব আছে নিজের শােককে নিয়েও
আমাদের অতি তীব্র বেদনাও
বহন করে না স্থায়ী সত্যকে-
সান্ত্বনা নেই এমন কথায়;
এতে আঘাত লাগে আমাদের দুঃখের অহংকারে

জীবনটা আপন সকল সঞ্চয়
ছড়িয়ে রাখে কালের চলাচলের পথে;
তার অবিরাম-ধাবিত চাকার তলায়
গুরুতর বেদনার চিহ্নও যায়
জীর্ণ হয়ে, অস্পষ্ট হয়ে।
আমাদের প্রিয়তমের মৃত্যু
একটিমাত্র দাবি করে আমাদের কাছে;
সে বলে 'মনে রেখাে’।

৬৬