পাতা:শেষ সপ্তক-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

উনিশ

তখন বয়স ছিল কাঁচা;
কত দিন মনে মনে এঁকেছি নিজের ছবি-
বুনাে ঘােড়ার পিঠে সওয়ার,
জিন নেই, লাগাম নেই,
ছুটেছি ডাকাত-হানা মাঠের মাঝখান দিয়ে
ভর-সন্ধেবেলায়
ঘােড়ার খুরে উড়েছে ধুলাে,
ধরণী যেন পিছু ডাকছে আঁচল দুলিয়ে।
আকাশে সন্ধ্যার প্রথম তারা,
দূরে মাঠের সীমানায় দেখা যায়
একটিমাত্র ব্যগ্র বিরহী আলাে একটি কোন্ ঘরে
নিদ্রাহীন প্রতীক্ষায়।

যে ছিল ভাবীকালে
আগে হতে মনের মধ্যে
ফিরছিল তারই আবছায়া,
যেমন ভাবী আলাের আভাস আসে

৬৯