পাতা:শেষ সপ্তক-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
শেষ সপ্তক

কোন্ কেন্দ্রে জ্বলছে সেই মহা আলােক
যার মধ্যে ঝাঁপ দিয়ে পড়বার জন্যে
হয়েছে উন্মত্তের মতাে উৎসুক।
আয়ুর অবসান খুঁজছে আয়ুহীনের অচিন্ত্য রহস্যে।
একদিন আসবে কল্পসন্ধ্যা,
আলাে আসবে ম্লান হয়ে,
ওভার বেগ হবে ক্লান্ত,
পাখা যাবে খসে,
লুপ্ত হবে ওরা
চিরদিনের অদৃশ্য আলােকে।

ধরার ভূমিকায় মানবযুগের
সীমা আঁকা হয়েছে
ছােটো মাপে
আলােক-আঁধারের পর্যায়ে,
নক্ষত্রলােকের বিরাট দৃষ্টির
অগােচরে।
সেখানকার নিমেষের পরিমাণে
এখানকার সৃষ্টি ও প্রলয়।
বড়াে সীমানার মধ্যে মধ্যে
ছােটো ছােটো কালের পরিমণ্ডল

৭৬