পাতা:শেষ সপ্তক-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
শেষ সপ্তক

জীর্ণ করে ওকে দিনে দিনে, পলে পলে,
বাসনার দহনে;
ওর জরা দিয়ে আচ্ছন্ন করে আমাকে
যে আমি জরাহীন।
মুহূর্তে মুহূর্তে ও জিতে নিয়েছে আমার মমতা,
তাই ওকে যখন মরণে ধরে।
ভয় লাগে আমার
যে আমি মৃত্যুহীন।

আমি আজ পৃথক হব।
ও থাক্ ওইখানে দ্বারের বাইরে-
ওই বৃদ্ধ, ওই বুভুক্ষু।
ও ভিক্ষা করুক, ভােগ করুক,
তালি দিক ব'সে ব'সে
ওর ছেঁড়া চাদরখানাতে;
জন্মমরণের মাঝখানটাতে
যে আল-বাঁধা খেতটুকু আছে
সেইখানে করুক উঞ্ছবৃত্তি।

আমি দেখব ওকে জানলায় ব'সে
ওই দূরপথের পথিককে,
দীর্ঘকাল ধরে যে এসেছে

৮১