পাতা:শেষ সপ্তক-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

চব্বিশ

আমার ফুলবাগানের ফুলগুলিকে
বাঁধব না আজ তােড়ায়,
রঙবেরঙের সুতােগুলাে থাক্‌,
থাক্ পড়ে ওই জরির ঝালর।

শুনে ঘরের লােকে বলে,
‘যদি না বাঁধো জড়িয়ে জড়িয়ে
ওদের ধরব কী করে,
ফুলদানিতে সাজাব কোন্ উপায়ে।'

আমি বলি,
‘আজকে ওরা ছুটি-পাওয়া নটী,
ওদের উচ্চহাসি অসংযত,
ওদের এলােমেলাে হেলাদোলা
বকুলবনে অপরাহ্নে,
চৈত্রমাসের পড়ন্ত রৌদ্রে।
আজ দেখাে ওদের যেমন-তেমন খেলা,
শােনাে ওদের যখন-তখন কলধ্বনি—
তাই নিয়ে খুশি থাকো।'

৮৬