পাতা:শেষ সপ্তক-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
শেষ সপ্তক

প্রাণসমুদ্রের মহাপ্লাবনে
তরঙ্গে তরঙ্গে দুলেছিল এই মন্ত্রবচন।

এই বাণীই দিনে দিনে রচনা কবেছে
স্বর্ণচ্ছটায় মানসী প্রতিমা
আমার বিরহগগনে
অস্তসাগরের নির্জন ধূসর উপকূলে।

আজ দিনান্তের অন্ধকারে
এ জন্মের যত ভাবনা, যত বেদনা,
নিবিড় চেতনায় সম্মিলিত হয়ে
সন্ধ্যাবেলার একলা তারার মতাে
জীবনের শেষবাণীতে হােক উদ্ভাসিত-
‘ভালােবাসি'।

৯৫