পাতা:শৈশব সঙ্গীত-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\on, দেখ, সখি শুনি, আমি ভবে প্রভাতী । নলিনী খোলগো আখি, এখনো ভাঙ্গিল না কি ! তোমারি দুয়ার পরে এসেছে তোমারি রবি । প্রভাতের গাথা মোর ভেঙ্গেছে ঘুমের ঘোর, জগৎ উঠেছে নয়ন মেলিয়া নূতন জীবন লভি। তুমি গো সজনি, জাগিবে না কি আমি যে তোমারি কবি । আমার কবিতা তবে, গাহিব নীরব রবে নব জীবনের গান । প্রভাত জলদ, প্রভাত সমীর, প্রভাত বিহগ, প্রভাত শিশির সমস্বরে তারা সকলে মিলি মিশাবে মধুর তান । প্রতিদিন আসি, প্রতিদিন হাসি, প্রতিদিন গান গাহি,