পাতা:শৈশব সঙ্গীত-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

У o 8 শৈশব সঙ্গীত । . দূরে, মেঘের মাকারে আবরি তনু ঢালিব প্রেমের তান— তবে— মজিয়া সে প্রেম-গানে, সবে চাহিবে আকাশ পানে, তা’র ভাবিবে গাইছে অপসর কবি { প্রেয়সীর গুণ গান । তবে মুখানি তুলিয়। চাও ! স্বধীরে মুখানি তুলিয়া চাও । নীরবে একটি চুম্বন দাও, গোপনে একটি চুম্বন চাও ।