পাতা:শৈশব সঙ্গীত-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> மூை শৈশব সঙ্গীত । একদা প্রলয় শিঙ্গা বাজিয়া রে উঠবে। অমনি নিভিবে রবি, আমনি মিশাবে তারা অমনি এ জগতের রাশ-রজু টুটিবে। আলোক-সৰ্ব্বস্ব হারা, অন্ধ যত গ্রহ তার দারুণ উন্মাদ হয়ে মহা শূন্যে ছুটিবে । ঘুম হতে জাগি উঠি রক্ত আঁখি মেলিয়া প্রলয়, জগৎ লয়ে বেড়াইবে খেলিয়া । প্রলয়ের তালে তালে ওই বামা নাচিবে, প্রলয়ের তালে তালে এই হৃদি বাজিবে । আঁধার কুন্তল তোর মহা শূন্য জুড়িয়া প্রলয়ের কাল ঝড়ে বেড়াইবে উড়িয়া । অন্ধকারে দিশাহারা, কম্পমান গ্রহ তারা চরণের তলে আসি পড়িবেক গুড়ায়ে, । দিবি সেই বিশ্ব-চুর্ণ নিঃশ্বাসেতে উড়ায়ে । এমনি রহিব স্তব্ধ ওই মুখে চাহিয়া— • দেখিব হৃদয় মাঝে, কেমনে ও বামা নাচে উন্মাদিনী, প্রলয়ের ঘোর গীতি গাহিয়া । জগতের হাহাকার যবে স্তব্ধ হইবে, ঘোর স্তব্ধ, মহা স্তব্ধ, মহা শূন্য রহিবে, অ7ধারের সিন্ধু রবে অনন্তেরে গ্রাসিয়া,