পাতা:শৈশব সঙ্গীত-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভগ্নতরী। SS o সহসা তাহার মনে পড়িল সকলি— সহসা উঠিল বসি নব-বলে বলী । সুরেশের মুখ পানে চাহিয়া চাহিয়া, পাগলের মত বালা উঠিল কহিয়া ; “কেন বঁাচাইলে মোরে কহ-মোরে কহ— দুই প্রণয়ীর কেন ঘটালে বিরহ ? অনন্ত মিলন যবে হইল অদূর— দ্বার হতে ফিরাইয়া আনিলে নিষ্ঠুর ! দয়া কর একটুকু দুখিনীর প্রতি, দিওনা তাপস-বর বাধা এক রতি— মরিব—নি ভাব প্রাণ সাগরের জলে মিলিব সখার সাথে নীল সিন্ধুতলে, উপরে উঠিবে ঝড়—উৰ্ম্মি শৈলাকার, নিক্ষে কিছু পশিবে না কোলাহল তার ” তৃতীয় সৰ্গ । মরুমের ভার বহি– দারুণ যাতনা সহি ললিতা সে কাটাইছে দিন । নয়নে নাই সে জ্যোতি—হৃদয় অবশ অতি শরীর হইয়া গেছে ক্ষীণ ।