পাতা:শৈশব সঙ্গীত-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভগ্নতরী । to Y Sto গভীর নীরব রাতে—উঠিয়া শৈলের মাথে বসিয়া রহিত একাকিনী— তারা-পানে চেয়ে চেয়ে, কত-কি ভাবিত মেয়ে, পড়িত কি বিষাদ কাহিনী । কি করিলে ললিতার—ঘুচিবে হৃদয় ভার সুরেশ না পাইত ভাবিয়া— কাতর হইয়া কত, যুবা তারে শুধাইত, আগ্রহে অধীর তার হিয়া । “রাখ কথা, শুন সখি, একবার বল দেখি, কি করিব তোমার লাগিয়া ? কি চাও, কি দিব বালা, বল গে। কিসের জ্বালা ? কি করিলে জুড়াবে ও হিয়া ?” করুণ মমতা পেয়ে—সুরেশের মুখ চেয়ে অশ্রু উচ্ছসিত দর দরে । ললিত কাতর রবে রুদ্ধকণ্ঠে কহে তবে “সখা গে৷ ভেবনা মোর তরে, আমারে দিওনা দেখা—বিজনে রহিব এক বিজনেই নিপাতিব দেহ । এ দগ্ধ জীবন মোর, কাদিয়া করিব ভোর জানিতেও পারিবে না কেহ ।”