পাতা:শৈশব সঙ্গীত-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভগ্নতরী । Ֆ ՀԳ দুটিতে মগন হয়ে, অতীতের কথা লয়ে ফুরাতে নারিত সারাক্ষণে । আধ’ ঘুমঘোরে প্রাতে, পল্লব-মৰ্ম্মর সাথে শুনি বিপাশার কলস্বর— স্বপনে হইত মনে, দূর সে দ্বীপের বনে শুনিতেছে নিঝর ঝঝর । দ্বীপের কুটির খানি, কল্পনায় মনে আনি ভাবিত সে শূন্য আছে পড়ি, ভগ্ন ভিতে উঠে লতা, গৃহসজ্জা হেথা হোথা প্রাঙ্গণে যেতেছে গড়াগড়ি ; হয় ত গে৷ কাটা গাছে এতদিনে ঘিরিয়াছে ললিতার সাধের কানন— এত দিনে শাখা জুড়ি ফুটেছে মালতী কুড়ি দেখিবার নাই কোন জন । সেই যে শৈলেতে উঠি বসিয়া রহিত দুট, নারিকেল কুঞ্জটির কাছে— চারিদিকে শিলা রাশি, ছড়াছড়ি পাশাপাশি তাহার তেমনি রহিয়াছে। মজিয়া কল্পনা-মোহে, কত কি ভাবিত দোহে মাঝে মাঝে উঠিত নিশ্বাস,