পাতা:শৈশব সঙ্গীত-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>७२ শৈশব লঙ্গীত । অধর টুটিয়া পড়িছে ফুটিয়া হাসি সে বারণ সহে না আর । এস এস তবে—ছুটে যাই সবে, কর” কর’ তবে ত্বরী, এমন বহিছে প্রভাত বাতাস, এমন হাসিছে ধরা ! সারা দেহে যেন অধীর পরাণ কাপিছে সঘনে গো, অধীর চরণ উঠিতে চায়, অধীর চরণ ছুটিতে চায়, অধীর হৃদয় মম প্রভাত বিহগ সম নব নব গান গাহিতে গাহিতে, অরুণের পানে চাহিতে চাহিতে উড়িবে গগনে গো ! ছুটে আয় তবে, ছুটে আয় সবে, অতি দূর—দুর যাব', করতালি দিয়া সকলে মিলিয়া কত শত গান গাব ! কি গাম গাইবে ? কি গান গাইব