পাতা:শৈশব সঙ্গীত-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পথিক । আমাদের কভু হবে না বিরহ, এক সাথে মোরা রব’ অহরহ, এক সাথে মোরা করিব গমন, সারা পথ মোরা করিব ভ্রমণ, বহিছে এমন প্রভাত পবন, হাসিছে এমন ধরা ! যে যাইবি আয়—যে থাকিবি থাকযে আসিবি—কর ত্বরা । আমি যাব গো !— প্রভাতের গান আর জীবনের গান দেখি যদি পারি তবে আমি গাব গো, আমি যাব গো ! যদিও শকতি নাই এ দীন চরণে আর, যদিও নাইক জ্যোতি এ পোড়া নয়নে আর, শরীর সাধিতে নারে মন মোর যাহা চায়— শতবার আশা করি শতবার ভেঙ্গে যায়; আমি যাব গো ! সারারাত বসে আছি আঁখি মোর অনিমেষ । প্রাণের ভিতরদিকে চেয়ে দেখি অনিমিখে, ృ\లి&