পাতা:শৈশব সঙ্গীত-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ANEෂ শৈশব সঙ্গীত । চারিদিকে যৌবনের ভগ্ন জীর্ণ অবশেষ । ভগ্ন আশা-ভগ্ন সুখ-ধূলিমাখা জীর্ণ স্মৃতি। সামান্য বায়ুর দাপে ভিত্তি থর থর কাপে, একটি আধটি ইট খলিতেছে নিতি নিতি; আমি যাব গো । নবীন আশায় মাতি পথিকেরা যায়, কত গান গায় !— এ ভগ্ন প্রমোদালয়ে পশে সুর ভয়ে ভয়ে, প্রতিধ্বনি মৃদুল জাগায়, তারা ভগ্ন ঘরে ঘরে ঘুরিয়া বেড়ায়। তখন নয়ন মুদি কত স্বপ্ন দেখি ! কত স্বপ্ন হায় ! কত দীপালোক—কত ফুল—কত পার্থী ! কত সুধামাখা কথা, কত হাসিমাখা আঁখি । কত পুরাতন স্বর কে জানে কাহারে ডাকে। কত কচি হাত এসে খেলে এ পলিত কেশে, কত কচি রাঙ্গ মুখ কপোলে কপোল রাখে। কত স্বপ্ন হায় ! হৃদয় চমকি উঠি চারিদিকে চায়, দেখেগো কঙ্কালরাশি হেথায় হোথায় !