পাতা:শৈশব সঙ্গীত-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*\oy শৈশব সঙ্গীভ । দুচারিটি কিশলয় এখনো বাহির হয়, এখনো এ শুষ্ক শাখা হেসে উঠে মুকুলিত, একটি ফুলের কুড়ি ফুটিয়া উঠিতে চায়, ফুটো-ফুটে হয় যবে ঝরিয়া মরিয়া যায়। এ ভগ্ন বীণার দুটি ছিন্নশেষ তারে পরশ ক’রেছে আজি গো— নব-যৌবনের গান ললিত রাগিণী সহসা উঠেছে বাজি গো — এই ভগ্ন ঘরে ঘরে প্রতিধ্বনি খেল করে, শ্মশানেতে হাসিমুখ শিশুটির প্রায়, লইয়া মাথার খুলি, আধ-পোড়া অস্থিগুলি, প্রযোদে ভষ্মের পরে ছুটিয়া বেড়ায় । তোমরা তরুণ পাখী উড়েছ প্রভাতে সকলে মিলিয়। এক সাথে, • এ পার্থী এ শুফ শাখে একেল কেমনে থাকে । সাধ—তোমাদেরি সাথে যায়— সাধ—তোমাদেরি গান গায় ; তরুণ কণ্ঠের সাথে এ পুরাণ’ কণ্ঠ মোর বাজিবে না স্বরে ?