পাতা:শৈশব সঙ্গীত-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

s8रे শৈশব সঙ্গীভ। অবশ চরণ হেন উঠিতে চাহেনা যেন— পারি না বহিতে দেহ ভার। এ পথের বাকী কত আর ! কেন চলিলাম ? সে দিনের যত কথা কেন ভূলিলাম ? ছেলেবেলা একদিন আমরাও চলেছিনু— তরুণ আশায় মাতি আমরাও বলেছিনু— “সারাপথ আমাদের হবে না বিরহ, মোরা সবে এক সাথে রব অহরহ ।” অৰ্দ্ধ পথে না যাইতে যত বাল্য-সখী কে কোথায় চলে গেল না পাইনু দেখা । শ্রান্ত-পদে দীর্ঘ-পথ ভ্ৰমিলাম একা । নিরাশ-পুরেতে গিয়া সে যাত্রা করেছি শেষ, পুন কেন বাহিরিনু ভ্ৰমিতে নূতন দেশ ? ভগ্ন-আশা ভিত্তি পরে নব-আশা কেন গড়িতে গেলাম হায় উনমাদ হেন ? আঁধার কবরে সেথ মৃত ঘটনার কঙ্কাল আছিল পোড়ে, স্মৃতি নাম যার। একদিন ছিল যাহা তাই সেথা আছে, আর কভু হবে না যা তাই সেথা আছে;