পাতা:শৈশব সঙ্গীত-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পথিক Տ ՑՏ এক দিন ফুটেছিল যে ফুল সকল তারি শুষ্ক দল, এক দিন যে পাদপ তুলেছিল মাথা— তারি শুষ্ক পাতা, এক দিন যে সঙ্গীত জাগাত রজনী তারি প্রতিধ্বনি, যে মঙ্গল ঘট ছিল দুয়ারের পাশ তারি ভগ্ন রাশ । সে প্ৰেত-ভূমিতে আমি ছিনু রাত্রি দিন প্রেত-সহচর । কেহবা সমুখে আসি দাড়ায়ে কাদিত শীর্ণ-কলেবর। কেহবা নীরবে আসি পাশেতে বসিয়া, দিন নাই রাত্রি নাই—নয়নে পলক নাই— * শুধু বসে ছিল এই মুখেতে চাহিয়া। সন্ধ্যা হলে শুইতাম—দীপহীন শূন্য ঘর ; কেহ কাদে—কেহ হাসে— কেহ পায়—কেছ পাশে— কেহ বা শিওরে বসে শত প্রেত সহচর । ८कुश् শত সঙ্গী লয়ে, আকাশ মাঝারে রোয়ে