পাতা:শৈশব সঙ্গীত-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

台88。 শৈশব-সঙ্গীত । ভাব-শূন্য স্তব্ধ মুখে করিত গো নেত্রপাত— এমনি কাটিত দিন এমনি কাটিত রাত ! কেন হেন দেশ ত্যজি আইলাম হা—রে – ফুরাত জীবন-দিন চিন্তাহীন, ভয়হীন, মরিয়া গো রহিতাম মৃত সে সংসারে, মৃত আশা, মৃত সুখ, মৃতের মাঝারে । আবার নূতন করি জীবনের খেল৷ আরম্ভ করিতে কি গে। সময় আমার ? ফুরায়ে গিয়েছে যবে জীবনের বেলা প্রভাতের অভিনয় সাজে কি গো আর ? তবে কেন চলিলাম ? সে দিনের যত কথা কেন ভুলিলাম ? এখন ফিরিতে নারি, অতি দূর-দূর পথ, সমুখে চলিতে নারি শ্রান্ত দেহ জড়বৎ । হে তরুণ পান্থগণ, যেওনাকো অার, শ্রান্ত হইয়াছি বড় বসি একবার । ছায়া নাই, জল নাই, সীম৷ দেখিতে না পাই অতি দূর-দূর পথ—বসি একবার।