এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
পথিক । “আর কত দূর ?” “যত দূর হোক, ত্বর চল সেই দেশ । বিলম্ব হইলে আজিকার দিনে এ যাত্রা হবে না শেষ ।” “কোথা এর শেষ ?” “যেথা হোকনাক তবুও যাইতে হবে, পথে কাটা আছে শুধু ফুল নহে তাহা ও জানিও সবে । হয়ত যাইব কুসুম-কাননে, হয়ত যাইব না ; হয়ত পাইব পূর্ণ জলাশয়, হয়ত পাইব না । এ দূর পথের অতি শেষ সীমা - হয়ত দেখিতে পাব— হয়ত পাব না, ভূলি যদি পথ কে জানে কোথায় যাব ! শুনিলে সকল, এখন তোমরা কে যাইবে মোর সাথ । যে থাকিবে থাক, যে যাইবে এস— ধর সবে মোর হাত । 2 >షా S 8 &