পাতা:শৈশব সঙ্গীত-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> 8b" শৈশব সঙ্গীত । সহসা কি মদে মাতি আপনারে ভূলিলাম ? দক্ষিণা-বাতাস বহা ফুরায়েছে এ জীবনে, হৃদয়ে উত্তর বায় করিতেছে হায় হায়— আমি কেন আইলাম বসন্তের উপবনে ? জানিস কি হৃদয় রে, শীতের সমাধি পরে বসন্তের কুস্থম শয়ন ? অরুণ-কিরণ-ময় নিশার চিতায় হয় প্রভাতের নয়ন মেলন ? যৌবন বীণার মাঝে আমি কেন থাকি আর, মলিন, কলঙ্ক-ধরা একটি বেস্থরা তার ! কেন আর থাকি আমি যৌবনের ছন্দ মাঝে নিরর্থ অমিল এক কানেতে কঠোর বাজে ! আমার আরেক ছন্দ, আমার আরেক বীণ, সেই ছন্দে এক গান বাজিতেছে নিশি দিন । সন্ধ্যার অাধার আর শীতের বাতাসে মিলি সে ছন্দ হয়েছে গাথা মরণ কবির হাতে ; সেই ছন্দ ধ্বনিতেছে হৃদয়ের নিরিবিলি, সেই ছন্দ লিখা আছে হৃদয়ের পাতে পাতে! তবে কেন চলিলাম ? সহসা কি মদে মাতি আপনারে ভূলিলাম !