পাতা:শৈশব সঙ্গীত-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৬
শৈশব সঙ্গীত।

ফুল-বালা এক, দেখিয়া অশোকে
আদরে কহিল তারে,
কেনগো অশোক—মলিন হইয়া
ভাবিছ-বসিয়া কারে?”
এত বলি তার ধরি হাত-খানি
আনিল সভার পরে—
“গাওনা অশোক—গাও” বলি তারে
কত সাধাসাধি করে।
নাচিতে লাগিল ফুল-বালা দল—
ভ্রমর ধরিল তান—
মৃদু মৃদু মৃদু বিষাদের স্বরে
অশোক গাহিল গান।

গান।

গোলাপ ফুল—ফুটিয়ে আছে,
মধুপ হোতা যাস্‌নে—
ফুলের মধু লুটিতে গিয়ে
কাঁটার ঘা খাস্‌নে!
হেথায় বেলা, হোথায় চাঁপা,
শেফালী হোথা ফুটিয়ে—