পাতা:শৈশব সঙ্গীত-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ফুলবালা।
২৩

মাথার উপরে আটকে তপন
প্রজাপতি পাখা মেলি!
এস দেখি কবি ওই খানটিতে
দাঁড়াই গাছের তলে,
শুনি চুপি চুপি, মালতী-বালারে
ভ্রমর কি কথা বলে!
কহিছে ভ্রমর “কুসুম-কুমারি—
বকুল পাঠালে মোরে,
তাই ত্বরা ক’রে এসেছি হেথায়
বারতা শুনাতে তোরে!
অশোক বালক কিযে হ'য়ে গেছে
সে কথা বলিব কারে!
তোর মত হেন মোহিনী বালারে
ভুলিতে কি কভু পারে?
তবু তারে আহা উপেখিয়া তুই
র’বি কি হেথায় বোন?
পরাণ সঁপিয়া অশোক তবুকি
পাবে নাকো তোর মন?
মনের হুতাশে আশারে পুড়ায়ে
উদাস হইয়া গেছে,