পাতা:শৈশব সঙ্গীত-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
লীলা।
৬৫

লীলার শিবিকা কাড়িয়া লইয়া
পলাইল দস্যুগণ।

* * *

কারাগার মাঝে বসিয়া রমণী
বরষিছে আঁখি জল।
বাহির হইতে উঠিছে গগনে
সমরের কোলাহল।
"হে মা ভগবতী—গুন এ মিনতি
বিপদে ডাকিব কারে!
পতি বোলে যাঁরে করেছি বরণ
বাঁচাও বাঁচাও তাঁরে!
মোর তরে কেন এ শোণিত-পাত
আমি মা—অবোধ বালা,
জনমিয়া আমি মরিনু না কেন
ঘুচিত সকল জ্বালা।”
কহিতে কহিতে উঠিল আকাশে
দ্বিগুণ সময়-ধ্বনি—
জয় জয় রব, আহতের স্বর
কৃপাণের ঝনঝনি!