পাতা:শৈশব সঙ্গীত-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
লীলা।
৬৭

এই বাঁধিলাম পাষাণে হৃদয়,
বল কি বলিতে আছে।
যত ভয়ানক হোক্‌না সে কথা
লুকায়োনা মোর কাছে।”
"শুন তবে বলি” কছিল বিজয়
তুলি অসি খর ধার—
"এই আসি দিয়ে বধি রণধীরে
হরেছি ধরার ভার।”
"পামর, নিদয়—পাষাণ, পিশাচ।”
মূরছি পড়িল লীলা,
অলীক বারতা কহিয়া বিজয়
কারণ হতে বাহিরিলা।

সমরের ধ্বনি থামিল ক্রমশঃ,
নিশা হল সুগভীর।
বিজয়ের সেনা পলাইল রণে—
জয়ী হল রণধীর।
কারাগার মাঝে পশি রণধীর
করিল অধীর স্বরে—