পাতা:শৈশব সঙ্গীত-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ল্পীণ্ড । পদতলে আসি করিতে লাগিল উরমির কোলাহল । অধীর পবনে ছড়ায়ে পড়িল কেশপাশ চারি ধার— সাগরের কানে চালিতে লাগিনু স্বধীরে গীতের ধার ! গীত। কেন গো সাগর এমন চপল, এমন অধীর প্রাণ, শুন গো অামার গান তবে শুন গো আমার গান ! পুরর্ণিমা-নিশি আসিবে যখন আসিবে যখন ফিরে— তার মেঘের ঘোমটা সরায়ে দিব গো খুলিয়ে দিব গো ধীরে । যত হাসি তার পড়িবে তোমার বিশাল হৃদয় পরে, কত আনন্দে উরমি জাগিবে তখন নাচিবে পুলক ভরে । } Y Wyo