পাতা:শৈশব সঙ্গীত-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৮২ তবে কেন আমি শৈশব সঙ্গীত । থামগো সাগর থামগো, হয়েছ অধীর-প্রাণ ? লহরী-শিশুরে করিব তোমার তারার খেলেনা দান । দিকবালাদের বলিয়া দিব আঁকিবে তাহারা বসি, প্রতি উরমির মাথায় মাথায় একটি একটি শশি । তটিনীরে আমি দিবগো শিখায়ে না হবে তাহার অান, গাহিবে প্রেমের গান, কানন হইতে আনিবে কুস্থম করিবে তোমারে দান – হৃদয় হইতে শত প্রেম-ধারা করাবে তোমারে পান ! থাম গে৷ সাগর—থাম গো, হয়েছ অধীর-প্ৰাণ ? উরমি-শিশুরা নীরব-নিশীথে ঘুমাতে নাহিক চায়,