পাতা:শৈশব সঙ্গীত-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*ौङ । Ե (: ওই দেখ দেখ—অাচল হইতে বরিয়া পড়িল মুকুতা রাশি– ওই দেখ দেখ —হাসিতে হাসিতে চমক লাগিয়া ঘুচিল হাসি, ওই দেখ দেখ–নাচিতে নাচিতে থমকি দাঁড়ায় মলিন মুখে— ওই দেখ বালা অভিমান ত্যজি ব্যাপায়ে পড়িল প্রণয়ী-বুকে । থামগো সাগর, থামগে। — থামগো হোয়োন অমন পাগল পারা— আহা, দেখ দেখি সাগর-ললনা ভয়ে একেবারে হয়েছে সারা ! বিবরণ হয়ে গিয়েছে কপোল মলিন হইয়ে গিয়েছে মুখ, সভয়ে মুদিয়া আসিছে নয়ন থর থর করি কঁাপিছে বুক । আহা থাম তুমি থামগো— হোয়োনা অধীর প্রাণ, . রাখগো আমার কথা শোনগো আমার গান !