পাতা:শৈশব সঙ্গীত-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গীভ । নিমেষ না ফেলি চাহিয়া চাহিয়া পাষাণ হইয়া যাবে । রূপে রূপে যেন জুবিয়া গিয়াছে তাহার হৃদয় তল, অবশ আঁখির পলক ফেলিতে ষেন রে নাইক বল । কাছে গিয়া তার পরশিলু বাহু চমকি উঠিল হেন— তিখিনী তিখিনী অশনি সমান বিঁধেছে যে দেহে শত শত বাণ, নারীর কোমল পরশ টুকুও তার সহিল না যেন । কাছে গেলে যেন পারেনা সহিতে, অভিভূত যেন পড়ে সে মহীতে, রূপের কিরণে মন যেন তার মুদিয়া ফেলে গে। আখি, সাধ যেন তার দেখিতে কেবল অতিশয় দূরে থাকি ! > ミ b*S