পাতা:শৈশব সঙ্গীত-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఏ e শৈশব সঙ্গীত । নায়কের উক্তি । কি হল গে, কি হল আমার ! বনে বনে সিন্ধু তীরে, বেড়াতেছি ফিরে ফিরে, কি যেন হারান ধন খুজি অনিবার ! সহসা ভূলিয়ে যেন গিয়েছি কি কথা ! এই মনে আসে-আসে, আর যেন আসে না সে, অধীর-হৃদয়ে শেষে ভ্ৰমি হেথ হোথ। । এ কি হল, এ কি হল ব্যথা । sest সম্মুখে অপার সিন্ধু দিবস যামিনী অবিশ্রাম কল তানে কি কথা বলে কে জানে, লুকান আঁধার প্রাণে কি এক কাহিনী । সাধ যায় ডুব দিই, ভেদি গভীরতা তল হতে তুলে আনি সে রহস্য কথা । বায়ু এসে কি যে বলে পারিনে বুঝিতে, প্রাণ শুধু রহে গো যুঝিতে । পাপিয়া একাকী কুঞ্জে কাপায় আকাশ, শুনে কেন উঠেরে নিশ্বাস । ওগে, দেবি, ওগো বনদেবি, বল মোরে কি হয়েছে মোর !